March 28, 2024, 10:25 pm

শাজাহানপুরে জনতা কর্তৃক চোরাই গরুসহ ট্রাক জব্দ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুরে জনতা কর্তৃক চোরাই গরুসহ ট্রাক জব্দ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ চোরাই গরু উদ্ধারপূর্বক অভিযান চালিয়ে গরু বহনকারী ট্রাক ড্রাইভার আন্ত:জেলা চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে । গত সোমবার দিবাগত রাতে উপজেলার দেছমা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মোতাহার আলীর পুত্র আব্দুল মমিনের গোয়ালঘর থেকে চোর ৩টি গাভী ও ১টি ষাঁড় বাছুর চুরি করে ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। পথিপথ্যে দেছমা গ্রামের পাকা রাস্তার পাশে গর্তে ট্রাকের চাকা নেমে গিয়ে আটকা পড়ে যায়। গরুসহ ট্রাক রেখে ড্রাইভার ও চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। স্থানীয় জনগণ পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ৪টি চোরাই গরু ও বহনকারী ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। পুলিশী অভিযানে চোর চক্রের সদস্য ট্রাক ড্রাইভার রায়হান আলীকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত রায়হান আলী দুপচাঁচিয়া উপজেলার ডিম শহরের মৃত আলম শেখ ওরফে বেলাল হোসেনের পুত্র। এ ঘটনায় গরুর মালিক আব্দুল মমিন বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে । এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত আসামী আন্ত:জেলা চোর চক্রের সদস্য । মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আসামীকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । অপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD