February 8, 2023, 4:21 pm
স্টাফ রিপোর্টার : বগুড়ায় মোটর সাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটর সাইকেল চালক আজিজুল হক (৩৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে বগুড়া-গাবতলী সড়কে শহরতলীর সাবগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আজিজুল হক (৩৫) নামের এক যুবক মোটর সাইকেল চালিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ৮টার দিকে সাবগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে রাস্তায় দুইজনই পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথচারী অজ্ঞাত ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোটর সাইকের চালক আজিজুল হক সঙ্গাহীন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ডান পা ভেঙে গেছে।
বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব বলেন দুর্ঘটনায় একজন মারা গেছেন শুনেছি। দুর্ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।