October 13, 2024, 2:26 am
স্টাফ রিপোর্টার : বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে বগুড়ায় শব্দ দূষণ নিন্ত্রয়ণে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর একটার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করে পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চল ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) বগুড়া। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম (উপ-সচিব) এর সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ, বগুড়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মেজবাবুল আলম, বাপা বগুড়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলাল, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বাপার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রোটা: মোস্তাফিজুর রহমান ও ফজলে রাব্বী ডলার, কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাবলু, সাংস্কৃতিক কর্মী সাদেকুর রহমান সুজন ও নিভা রানী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।