October 13, 2024, 2:26 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়ায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে বগুড়ায় শব্দ দূষণ নিন্ত্রয়ণে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর একটার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করে পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চল ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) বগুড়া। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম (উপ-সচিব) এর সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ, বগুড়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মেজবাবুল আলম, বাপা বগুড়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলাল, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বাপার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রোটা: মোস্তাফিজুর রহমান ও ফজলে রাব্বী ডলার, কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাবলু, সাংস্কৃতিক কর্মী সাদেকুর রহমান সুজন ও নিভা রানী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD