February 9, 2023, 6:23 am
স্টাফ রিপোর্টার : বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থী আল জামিউ বনি হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন, মিছিল সমাবেশ হয়েছে। সোমবার বেলা ১২টায় শহরের পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের উদ্যোগে মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। বনি হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সাধারণ শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবীতে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের আহবানে সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্সটিটিউট প্রধান ফটকে শেরপুর রোডে শান্তিপূর্ণ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের সমন্বয়কারী শাহরিয়ার ইসলাম, মেহেদী হাসান, সাদিয়া খাতুন, শামীম হোসেন, ফজলে রাব্বী, মো: তারেক ও নিহত বনির পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা অনতিবিলম্বে বনি হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ সাধারণ শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের জোড়ালো দাবী জানান। এ মানব বন্ধনে প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৬টার দিকে শহরের কলোনীতে দূর্বত্তদের ছুরিকাঘাতে বগুড়া সরকারি পলিটেকনিকের কম্পিটার টেকনোলজির ৫ম পর্বের শিক্ষার্থী বনি নিহত হন। নিহত বনি শহরের মালতিনগর এমএস ক্লাব মাঠ এলাকার আনিছুর রহমানের ছেলে। শুক্রবার রাতে বনির বাবা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্যসহ ৭ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে, এঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।