December 1, 2023, 2:19 pm
যমুনা নিউজ বিডিঃ বগুড়ায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত সাখাওয়াত হোসেন (জুয়েল) এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা করা হয়েছে।
রোববার বাদ আছর শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতারা এ আয়োজন করে।
শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মায়ছুল তোফায়েল কোয়েলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।
এসময় উপস্থিত ছিলেন মিসেস কোহিনুর মোহন, সাবেক ছাত্রনেতা আহম্মেদ কবির মিন্টু, উজ্জ্বল হোসেন, মাহফুজুল আলম জয়, এস এম তারিক, শরিফুল ইসলাম শিপুল, জিয়া, মাসুদার রহমান মাসুদ, নাইমুর রাজ্জাক তিতাস, গোলাম কিবরিয়া সোহাগ, গোলাম হোসেন, আরিফ হোসেন কমল, রাশেদুল আলম শাওন, শাহীন, সুজিত কুমার রায়, সাজ্জাদ আলম পারভেজ, মুকুল ইসলাম, আব্দুল হান্নান, মাহফুজার রহমান, মিনহাজুল ইসলাম সজল, তুষার, হিরা প্রামানিক, সাব্বির আহম্মেদ শিশু, আবু নাছের, রুবেল হোসেন, ইমরান হোসেন, নাহিদ হাসানসহ প্রমুখ।
স্মরণ সভা শেষে প্রয়াত সাখাওয়াত হোসেন জুয়েলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।