September 11, 2024, 12:40 pm

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নওগাঁ সদর প্রতিনিধি : ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও নওগাঁ পরিবেশ অধিদপ্তরের আয়োজনে রোববার বেলা ১১টায় সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদণি করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতি, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক অধ্য প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ কালেক্টরেট এর সহকারী কমিশনার ইকবাল হুসাইন সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ থেকে নানা উপাদান গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। কাজেই প্রকৃতি ও পরিবেশ তিগ্রস্ত হলে পৃথিবী তথা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলার আহবান জানানো হয়। পরে এ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD