April 19, 2024, 1:54 pm

রাণীনগরে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত

নওগাঁ জেলা প্রতিনিধি : সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে চালের দামসহ বাজার দর স্থিতিশীল রাখতে সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ অভিযান। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী কালিবাড়ি হাট, রাণীনগর বাজার ও কুজাইল বাজারের বিভিন্ন খাবার হোটেল, ধান-চালের চাতাল মিল ও দোকানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা, অবৈধ ভাবে চাল ও ধান মজুদ করাসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মামলার প্রেক্ষিতে ২৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় অভিযানে আরো সঙ্গে ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, স্থানীয় গনমাধ্যমকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, প্রথমবার বলে অনেককেই সচেতন করার লক্ষ্যে অল্প অর্থদন্ড প্রদান করছি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীদের সচেতন করার চেস্টা করছি। এরপর যদি কেউ নিয়মের বাহিরে কোন কিছু করার চেস্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সরকার যতদিন চাইবে ততদিন এই অভিযান অব্যাহত রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD