March 29, 2024, 1:42 pm

বগুড়ার শাজাহানপুরে ২অটো রাইস মিলে জরিমানা

শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই অটো রাইস মিলকে জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে ওই উপজেলার নয়মাইল এলাকার আতাহার আলী অটো রাইস মিল এবং ওমরদিঘী নর্দান অটো রাইস মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। ধানের অবৈধ মজুত এবং লাইসেন্স শর্ত ভঙ্গ করে প্লাস্টিকের ব্যাগে চাল বাজারজাতকরণের দায়ে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আতাহার আলী অটো রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করে প্লাস্টিকের ব্যাগে চাল বাজারজাতকরণ এবং লাইসেন্স শর্ত ভঙ্গ করায় ৭৫ হাজার টাকা এবং নর্দান অটো রাইস মিলে সংরক্ষণের নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ধান গুদামে রাখায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনির হোসেন, খাদ্য পরিদর্শক আতিকুর রহমান, থানার এএসআই হালিম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD