April 19, 2024, 11:45 pm

বগুড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপি ও ছাত্রদল নেতাদের বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১২টার দিকে শহরের সাতমাথা মুজিবমঞ্চে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা আওযামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিএনপি পুনরায় দেশে ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়। আজ দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে অশালীন বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা দেশের ভালো চায় না দেশের মানুষের ভালো চায় না।

বিএনপির জন্মই হয়েছিল অপরাজনীতির মধ্য দিয়ে। তারা একটি সন্ত্রাসী সংগঠন। তাদের নেতাকর্মীরা দুর্নীতিতে অভিযুক্ত। তাদের দ্বারা দেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে না। বিএনপির কাজই ষডযন্ত্র করে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়া। দেশের উন্নযনের অগ্রযাত্রাকে ব্যাহত করা।

আওয়ামী লীগ গণমানুষের দল, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী প্রাচীনতম সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী  বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনা  প্রজ্ঞা, সততা, সাহসিকতা একজন  সফল রাষ্ট্রনায়ক।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে শেখ হাসিনা বাঙালির এক অনন্য অনুভূতির নাম। অথচ তাঁকে উদ্দেশ্য করে ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বক্তব্য দিয়েছে ছাত্রদল নামের অস্ত্রধারীরা। তারা আবারো দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা তাদের হুশিয়ার করে বলতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। আপনাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মীরা রুখে দাঁড়াবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, এড্যাভোকেট আমানুল্লাহ, একেএম আছাদুর রহমান দুলু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, এ্যাডভোকেট তবিবুর রহমান তবি, এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজি জুয়েল, এ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, এসএম শাহজাহান, জহুরুল হক বুলবুল, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, অধ্যক্ষ শামসুল আলম জয় , অধ্যক্ষ আহসানুল হক, সাইফুল ইসলাম বুলবুল, হেফাজত আরা মীরা, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান শফিক, মাহফুজুল ইসলাম রাজ, আবু ওবায়দুল হাসান ববি, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা উজ্জল, আব্দুস সালাম, শুভাশিস পোদ্দার লিটন, আলমগীর বাদশা, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, সাবরিনা সরকার পিংকি, রাশেকুজ্জামান রাজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD