June 1, 2023, 1:32 am
যমুনা নিউজ বিডিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এ বিষয়ে সবাই একমত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বুধবার বিল্পবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এই বৈঠকে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আলোচনায় বসেন দলটির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, যার যার অবস্থান থেকে যুগপৎ আন্দোলন শুরু হবে। এর গতিপ্রকৃতি বলে দিবে এই আন্দোলন কি রুপ পাবে।
এই বৈঠকে বিল্পবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম । বৈঠক শেষে সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনের সুযোগ নেই। শুধু দল পরিবর্তনের জন্য আন্দোলন নয়। রাষ্ট্র প্রশাসনের সংস্কারের জন্য এই আন্দোলন হবে।