March 27, 2023, 10:57 pm
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় দুদু মিয়া (৬৫) নামের এক পত্রিকা বিক্রেতা গুরুতর আহত হয়েছে।
গতকাল সোমবার (৩০ মে) সন্ধ্যা ৬টায় দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের টিএন্ডটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত দুদু মিয়া ঘোড়াঘাট পৌরসভা এলাকার এসকেবাজার এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর গোবিন্দগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাস (যার নং ঢাকা মেট্রো-ব-১৪৫৮) ঘটনাস্থলে পৌঁছিলে সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় দুদু মিয়া সাইকেলসহ বাসের পিছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় ৷ খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় দুদু মিয়াকে উদ্ধার করে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ার জানান, আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, এ ঘটনায় ঘাতক বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।