July 27, 2024, 12:17 am

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে নিহত বেড়ে ৬৭০

যমুনা নিউজ বিডি: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ভূমিধসে অন্তত ৬৭০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোর্সবে-ভিত্তিক জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার মুখপাত্র সেরহান আক্তোপ্রাক এ আশঙ্কা প্রকাশ করেন। খবর বিবিসি।

আক্তোপ্রাক বলেন, দেশটির বিচ্ছিন্ন এনগা প্রদেশে শুক্রবারের ভূমিধসের প্রভাব প্রাথমিকভাবে ধারণার চেয়ে অনেক বেশি। প্রাথমিকভাবে ৬০টি ধারণা করা হলেও ১৫০টিরও বেশি বাড়িঘর মাটির নিচে চাপা পড়েছে। এতে ৬৭০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এখনও ভূমিধস হচ্ছে সেখানে। তাই উদ্ধারকারীরা এখনও সঠিকভাবে কাজ করতে পারছেন না।

এক সময়ের ব্যস্ত ওই গ্রামের আরও এক হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন আক্তোপ্রাক। তিনি বলেছেন, ভূমিধসের শিকার গ্রামটির ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গ্রামটির পানির সরবরাহ ব্যবস্থা প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে।

‘‘মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ সরাতে খোঁড়াখুঁড়ির জন্য লোকজন লাঠি, কোদাল, বড় কৃষি যন্ত্র ব্যবহার করছে।’’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD