July 27, 2024, 3:39 am

আমি আপনাদের শাসক নয় সেবক হিসেবে কাজ করবো -আখলাক হায়দার

সৌরভ মাহমুদ হারুন:  আসন্ন বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি আপনাদের শাসক হিসেবে নয় আপনাদের সেবক হিসেবে পাশে থাকবো। আমি নির্বাচিত হলে এ বুড়িচং উপজেলাকে চাঁদাবাজ ও দূর্নীতিবাজমুক্ত স্মার্ট উপজেলা করার লক্ষ্যে কাজ করবো। আমার দরজা বুড়িচং উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের জন্য খোলা থাকবে। আমার ধারা কারো কোন ক্ষতি হবে না। আমার কাছে সব দলের মানুষ নিরাপদ। এ বুড়িচংয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আরেকবার সুযোগ দিন।
গতকাল ২৬মে রবিবার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, আমড়াতুলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক, কুমিল্লা মহানগর শ্রমিকলীগের আহবায়ক মো. আনিসুর রহমান, কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সোহেল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম বেগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নেওয়াজ আলী সর্দার, রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন উজ্জ্বল, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাছেল, আ: ওয়াদুদ মেম্বার, নওশের আহমেদ মেম্বার, কাজী ফারুক, মো. মফিজুল ইসলাম, সাজ্জাদ হোসেন মাস্টার, নোয়াব মিয়া, ইকবাল হোসেন চৌধুরী আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা জজু মিয়া, যুবলীগ মো.ওমর ফারুক, মুক্তিযোদ্ধা আ: জলিল, আরিফ হোসেন উজ্জ্বল, কুমিল্লা (দ) জেলা ছাত্র লীগের সহসভাপতি তাইফুর আলম তুষার, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান।

এদিকে, বারেশ্বর সভাপতিত্ব করেন হুমায়ুন মেম্বার পরিচালনা করেন আলী আহাম্মাদ মাস্টার। বক্তব্য রাখেন শাহজাহান সর্দার,রুবেল, আ. আলীম সরকার, তপন সরকার, আচালত খা, এমরান সরকার, সাগর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক ও ভোটাররা উপস্থিত ছিলেন। এছাড়া, তিনি লড়িবাগ, পাচোড়া, চড়ানল, দক্ষিণ গ্রামে পথসভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD