May 18, 2024, 8:05 pm

News Headline :
বগুড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে জরিমানা বগুড়ায় ১৪০টি ৫শ’ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার বগুড়ায় আলী হাসান হত্যা মামলার মূল আসামি সবুজ সওদাগর গ্রেপ্তার গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজি খুন হুটার-হাইড্রোলিক হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা বগুড়ায় বিভিন্ন গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিল পুলিশ দেশে সবার অন্তত ২ কাঠার জমি ও একটি ঘর থাকবে: প্রধানমন্ত্রী বগুড়ায় স্কুল ব্যাগে মিলল ৫২০০ পিস ইয়াবা: যুবক গ্রেপ্তার বগুড়ায় সাথী কোল্ডষ্টোরেজ থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া সদর উপজেলা কমিটির ১৮তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গৌরীপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসায় অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষতি

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের বাসভবনে আগুনে পুড়ে গেছে সব। শুক্রবার দুপুরে লাগা এ আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান চেয়ারম্যান।

গৌরীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসার সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।

গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহজাদা জানান- পৌর শহরের ইসলামাবাদ মহল্লায় চেয়ারম্যানের বাসায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন সারা বাসায় ছড়িয়ে পড়ে। বাসার সকল আসবাবপত্র ও টিনের চাল আগুনে পুড়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান জানান- ঘটনার সময় বাসায় কেউ ছিলো না। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। বাসার দরজা-জানালা কাঠের, সিলিং বাঁশের বেতের ও টিনের চালা, যে কারণে আগুন মুহূর্তেই সারা বাসায় ছড়িয়ে পড়েছে, আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD