October 4, 2024, 5:40 am

সাদুল্লাপুরে ৭ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ৭ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একই সাথে এই মাদকে জড়িত আইয়ুব আলী (৪৫) নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুরস্থ মহাসড়কে প্রতিভা ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে ওইসব গাঁজা জব্দসহ আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আইয়ুব আলী বগুড়ার সোনাতলা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, গোপন সংবাদে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসটি থেকে ৭ কেজি শুকনো গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD