March 25, 2023, 5:07 pm
প্রেস বিজ্ঞপ্তি: ২৯শে মে শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২১-২২ এর আজকের ফাইনাল খেলায় রহমাননগর ক্রিকেট ক্লাব ২রানে জেসন বিপুল স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। টসে হেরে রহমান নগর ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে নির্দ্ধারিত ৪০ওভারে ৮উইকেট হারিয়ে ১৪৫রান করে। দলের পক্ষে নিরব-৪১, রাজা-২৫,ফরহাদ-১৮, সাব্বির-১৫ রান করে। প্রতিপক্ষের বোলার বাচ্চু-৩টি, তানভির-২, মিল্লাত-২টি করে উইকেট লাভ করে। জবাবে ১৪৬রানের টার্গেটে খেলতে নেমে জেসন বিপুল স্মৃতি সংঘ ৪০ওভারে ৮উইকেটে ১৪৭রান করে। দলের পক্ষে মনির-৭৫, খালিদ-১৯, প্রতিপক্ষের বোলার- সাকলাইন-৩, জীবন-২টি, আরিফ, আশিক ও তানভির-১। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিঃ পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোতাহার হোসেন, এসময় উপস্থিত ছিলেন- সংস্থার সাধারণ সম্পাদক জনাব মাসুদর রহমান মিলন, অতিঃ সাধারণ সম্পাদক- সুলতান মাহমুদ খান রনি, কোষাধ্যক্ষ- শামীম কামাল শামীম, নির্বাহী সদস্য- ইমদাদুল হক রতœ, শফিকুল ইসলাম বাবু, গোলাম রব্বানী, আরিফুর রহমান আরিফ, সহিদুল ইসলাম স্বপন. ক্লাব কর্মকর্তা- এডোনিস তালুকদার বাবু, ইসতি, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবিএম জহুরুল হক বুলবুল প্রমুখ।