April 27, 2024, 7:02 am

মহেশপুর মাটিলা সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা মাটিলা সীমান্ত এলাকা থেকে ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে। শনিবার দুপুরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৮ বিজিবির অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার ১১টা ৪৫ মিনিটের দিকে ৫১ নং পিলারের কাছে চোরাকারবারীরা জমিতে কৃষি কাজ করার ছদ্মবেশে স্বর্ণ পাচারের চেষ্টা চালায়। সেসময় বিজিবির বিশেষ টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা স্বর্ণ ভর্তি প্যাকেট ফেলে ভারতের মধ্যে পালিয়ে যায়।
পরে চোরাকারবারীদের ফেলে রেখে যাওয়া প্যাকেটটি তল্লাশি করে ৫ কেজি ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি সাড়ে ৩৫ লাখ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD