March 19, 2024, 8:57 am

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক ১ জুন

যমুনা নিউজ বিডিঃ  আওয়ামী লীগের সর্বশেষ (২১তম) জাতীয় সম্মেলনে উপদেষ্টা পরিষদ গঠনের পর প্রথম বারের মত বৈঠকে বসছেন পরিষদের সদস্যেরা।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আগামী ১ জুন বিকেল ৪টায় উপদেষ্টা পরিষদের বৈঠক হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘১ জুন বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক বসবে।’

এদিকে, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬(ক) ধারা অনুযায়ী, সংগঠনের সভাপতি শেখ হাসিনা উপদেষ্টা পরিষদের শূন্য পদে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে মনোনীত করেছেন।

এর আগে শামসুল আলম পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

শামসুল আলমকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বেড়ে ৪২ হলো। গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD