April 27, 2024, 7:28 am

হার্ডিঞ্জব্রিজ- ইঞ্জিনিয়ারিং পেশার বিস্ময়

যমুনা নিউজ বিডি: আজকের দিনে যেমন পদ্মাসেতুর নির্মাণ নিয়ে চারিদিকে হইচই, একদিন হার্ডিঞ্জ ব্রিজ নিয়েও বিশ্বব্যাপী প্রকৌশল পেশাকে নিয়ে এমনটা হয়েছিল।

সারা বিশ্ব অবাক হয়ে দেখেছিল প্রমত্তা পদ্মা নদীর উপর খুবই দক্ষ ও মহাযজ্ঞ এই বিশাল কর্মকাণ্ড।

ব্রিটিশদের তত্বাবধানে ২৪ হাজার ৪শ’ শ্রমিক তিন বছর ধরে অমানুষিক পরিশ্রম করে এই ব্রিজ নির্মাণ করেছিলেন। খরচ হয়েছিল ৪ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ভারতীয় রুপী।

১ দশমিক ৮১ কিলোমিটার দৈর্ঘ্যর রেলসেতুটি করা হয়েছিল পৃথিবীর অন্যতম জটিল নদীশাসন ও জলপ্রবাহের উপর। একেকটি পিলার পোঁতার জন্য ১৫তলা সমান গভীর গর্ত খোঁড়া হয়েছিল। সেসময় এটা ছিল সারা পৃথিবীর জন্য এক প্রকৌশল বিষ্ময়।

প্রথম ছবিটি ১৯১৪ সালের এবং দ্বিতীয়টি বর্তমান সময়ের। ১১০ বছরের সেতুটি এখনও চিরযৌবন।

লেখক- লেখক- প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD