October 14, 2024, 5:10 am
যমুনা নিউজ বিডি: ছুটির দিনে পাতে যদি থাকে গরুর মাংস তবে বাঙ্গালীদের কি আর কিছু লাগে। তাই রান্নায় একটু ভিন্নতা আনতে মাংসের সাথে যোগ করতে পারেন রসুন।
উপকরণ
গরুর মাংস দেড় কেজি
তেল আধা কাপ
পাঁচফোড়ন ১ চা চামচ
শুকনো লাল মরিচ ৩-৪টি
পেঁয়াজ কুচি আধা কাপ
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
পেঁয়াজ বাটা আধা কাপ
জিরার গুঁড়া ১ চা চামচ
লবণ স্বাদমতো
পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ
ধনিয়ার গুঁড়া ১ চা চামচ
রসুনের কোয়া (আস্ত) ২টি
আস্ত কাঁচা মরিচ ৫-৬টি
ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ
ভাজা পাঁচফোড়ন গুঁড়া আধা চা চামচ।
পদ্ধতি
চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিন। এরপর পাঁচফোড়ন ও শুকনো মরিচ সামান্য নেড়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর কেটে ধুয়ে রাখা মাংস ঢেলে দিন প্যানে। ভালোভাবে নেড়ে মিশিয়ে ১০-১৫মিনিট নেড়ে নেড়ে ভেজে নিন।
এবার তেল,পাঁচফোড়ন,শুকনো লাল মরিচ,পেঁয়াজ কুচি বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে দিন মাংসে। তারপর ভালোভাবে নেড়ে মাংসের সঙ্গে মসলা মিশিয়ে কষিয়ে নিতে হবে।
কষানো হলে পানি পরিমাণমতো দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে ৪০-৫০মিনিট। মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে মাংস নেড়ে দিতে হবে।
মাংস যখন প্রায় সেদ্ধ হয়ে ঝোল কিছুটা ঘন হয়ে আসবে তখন মাংসের সঙ্গে দিয়ে দিতে হবে আস্ত রসুনের কোয়া ও আস্ত কাঁচা মরিচ। আবারও নেড়ে ঢেকে দিতে হবে। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল মাখো মাখো হয়ে এলে ভাজা জিরা ও পাঁচফোড়নের গুঁড়া ছিটিয়ে দিয়ে নেড়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে নিন মজাদার আস্ত রসুনে আচারি গরু ভুনা। এবার গরম গরম পরিবেশন করুন ভাত বা পোলাও দিয়ে।