March 28, 2024, 2:26 pm

শুরু থেকেই চাপে গেইলরা, লাইভ দেখুন

এক ম্যাচ আগেই সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ মিস করেছিলো বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ খেলিয়েছে একই একাদশ। ওপেনিংয়ে তামিমের সঙ্গী বদল হওয়ার সম্ভাবনাও কম এ ম্যাচে।

শেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বিজয়কে বসিয়ে খেলানো হয়েছিল মোহাম্মদ মিঠুনকে, দেশ ছাড়ার আগে যে সিদ্ধান্তকে ‘নিজের ভুল’ বলে গিয়েছেন মাশরাফি। সেরকম ঝুঁকি আবার নেবে বাংলাদেশ? ওপেনিং বাদ দিলে সমস্যা সাব্বির রহমান, তবে বেঞ্চ থেকে এ ম্যাচেই কাউকে তার জায়গায় আনার সম্ভাবনা কমই। যার ফলে সিরিজের শেষ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাতটা বেজে ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ইতিমধ্যেই ওয়ানডে সিরিজে ১-১ সমতা থাকায় এই ম্যাচটি হয়ে উঠেছে ফাইনালের মতো।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান

ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মধ্যে ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ (ডব্লু), শিম্রন হ্যাটমিয়ার, কাইরন পাওয়েল, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার (সি), অ্যাশলে নার্স, কেমো পল, দেবেন্দ্র বিশু, শেলডন কোটরেল

খেলার লাইভ আপডেট পাবেন এখানে।

তাছাড়া আমাদের পেইজে বল টু বল আপডেট দেয়া হবে। সব আপডেট পেতে পেইজের পোস্টে লাইক দিয়ে সাথে থাকুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD