July 27, 2024, 4:14 am

সীমান্ত এলাকায় ১২ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (৩১ ডিসেম্বর) জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি বিস্ফোরক উদ্ধার করে
বিজিবি-৫৯। তবে অভিযানে কাওকে আটক করতে পারেনি বিজিবি।

এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোমবার দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃংখলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্যের একটি চালান রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ তেলকুপি বিওপির হাবিলদার মো. ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন একটি চৌকষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৭ এস হতে ৫ শত মিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আম বাগানে অভিযান পরিচালনাকালে ২ জন লোক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দল
তাদেরকে ধাওয়া করলে তারা হাতে থাকা ২টি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশী করে ১২ কেজি
বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।

এদিকে উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র কে-৯ ইউনিট সদস্য সিপাহী সুব্রত কান্ত ঘোষের সহযোগিতায় বিজিডি-১০১৬ ল্যাবরেডর, এক্সপ্লোসিভ ডগ ”টিপু” এবং র‌্যাব-৫ রাজশাহীর বোম্ব ডিসপোজাল দল কর্তৃক পরীক্ষা

নিরীক্ষা করে দ্রব্যগুলির মধ্যে বিস্ফোরক রয়েছে বলে প্রাথমিক ভাবে সত্যতা পাওয়ায় উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলি শিবগঞ্জ থানায় জিডি করতঃ জমা করা হয়েছে বলে জানান অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD