July 26, 2024, 11:45 pm

সিলেটে বড়দিন উদযাপন

সিলেট প্রতিনিধি: সিলেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান গির্জা সাজানো হয় বর্ণিল সাজে। বড়দিনকে ঘিরে গির্জা হয়ে ওঠে নানা ধর্মের মানুষের মিলনমেলা।

বড়দিন উপলক্ষে রঙিন কাগজ, ফুল আর আলোকসজ্জা দিয়ে সাজানো হয় নয়াসড়ক প্রেসবিটরিয়ান গির্জা। গির্জার সামনে বসানো হয় ক্রিসমাস ট্রি। বসানো হয় সান্তা ক্লজ’র প্রতিকৃতি। সকালে গির্জায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থনা। বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় নয়াসড়ক গির্জা। দুপুরে কাটা হয় বড়দিনের কেক। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এ ছাড়াও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, প্রেসবিটারিয়ান চার্চের চেয়ারম্যান ডিকন নিঝুম সাংমা। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD