July 27, 2024, 7:34 am

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামী গ্রেপ্তার

দুপচাঁচিয়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামী সহ ৯জন গ্রেপ্তার। ২৩ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার জামায়াত ইসলামের সক্রিয় কর্মী দুপচাঁচিয়া থানাধীন শহরকুড়ী গ্রামের মৃত-মকবুল হোসেনের ছেলে ময়েজ উদ্দিন প্রামানিক(৫১)কে গ্রেপ্তার করে।

এছাড়া একই দিনে দুপচাঁচিয়া থানার রাত্রিকালীন পুলিশের একটি টিম টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ৭জনকে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদী সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা তালোড়ার সাবলা গ্রামের খোরমান শেখের ছেলে খাইরুল শেখ(৩৫),মৃত-কেদারনাথ কানুর ছেলে নারায়ন কানু(৫০), আতোয়ার চৌধুরীর ছেলে মানিক মিয়া(৩০),সোলেমানের ছেলে রেজাউল প্রাং(৩১),জসীমউদ্দিন প্রাং এর ছেলে শাহ ফরিদ প্রাং(৩৪), তালোড়া মুন্সিপাড়া এলাকার শামসুল খন্দকারের ছেলে রাকিব খন্দকার(৩৪),মুক্তাগাছা গ্রামের খলিল আকন্দর ছেলে আশরাফ আলী আকন্দ নান্টু(৩৫), এবাদেও জি/আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ডিমশহর (চকরামপুর) গ্রামের মৃত ময়েজ এর ছেলে আব্দুর রহমান কে গ্রেফতার করে।

২৪ডিসেম্বর রবিবার সকল আসামীদের বিরুদ্ধে আাইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সনাতন চন্দ্র সরকার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD