July 27, 2024, 7:24 am

বগুড়ায় বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ১১৭ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।

বগুড়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মোহাম্মদ কাওসার শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) স্নিগ্ধ আকতার, কমান্ডেন্ট ইন-সার্ভিস পুলিশ সুপার বেলাল হোসেন, র‍্যাব-১২ পুলিশ সুপার মীর মনির হোসেন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু বক্তব্য রাখেন।

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ তুলে ধরেন। বক্তব্য শেষে প্রবীনদের হাত থেকে তরুণদের হাতে বাংলাদেশের পতাকা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD