July 27, 2024, 6:47 am

এ বছর বাংলাদেশের রেমিট্যান্স ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে

যমুনা নিউজ বিডি: চলতি বছর বাংলাদেশের রেমিট্যান্স ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে। ২০২৪ সালেও সমপরিমাণ প্রবাসী আয় থাকবে। সোমবার বিশ্বব্যাংকের অভিবাসন প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বৈশ্বিক ঋণদাতা গোষ্ঠীটির গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (কেএনওএমএডি) জানায়, বর্তমানে বাংলাদেশে রেমিট্যান্স ৭ শতাংশ হারে বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী দিনেও বাংলাদেশে আমদানি বিল পরিশোধে ডলার সংকট থাকবে। পাশাপাশি রেমিট্যান্স প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে। এখন মার্কিন ডলার সংকটের কারণে টাকার বিনিময় হার বেড়ে যাচ্ছে।

এতে আরো বলা হয়, এই বছর পুরো দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্সের হার বাড়তে পারে ৭ দশমিক ২ শতাংশ। ২০২৩ শেষে এই অঞ্চলে মোট আয় আসতে পারে ১৮৯ বিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD