July 26, 2024, 11:54 pm

বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল ইস্তাম্বুল এয়ারপোর্ট

যমুনা নিউজ বিডি: বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল তুরস্কের ইস্তাম্বুল এয়ারপোর্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল-বিষয়ক সাময়িকী গ্লোবাল ট্রাভেলার পরিচালিত জরিপে এই স্বীকৃতি পেল তুর্কি বিমানবন্দরটি।

বিশ্বের সেরা বিমানবন্দরের পাশাপাশি এ সম্পর্কিত আরও কয়েকটি সূচকে শীর্ষে রয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট। সেগুলো হলো বিমানবন্দরে খাদ্য ও পানীয় পরিষেবা, বিমান বন্দরে কেনাকাটার অভিজ্ঞতা এবং করবিহীন কেনাকাটা।

সোমবার জরিপের ফলাফল প্রকাশ করে বিবৃতি দিয়েছে গ্লোবাল ট্রাভেলার।

এতে বলা হয়েছে, জরিপটিতে অংশ নিয়েছেন মোট ৫ লাখ পাঠক, যাদের ৯৬ শতাংশই বিভিন্ন কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা গ্রহণ করেন। জরিপে অংশগ্রহণকারীদের সবাই নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

গ্লোবাল ট্রাভেলার্সের জরিপের এই ফলাফলে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানিয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট কর্তপক্ষ।

বিমানবন্দরটির গণযোগাযোগ বিভাগের পরিচালক গোখান সেনগুল এক বিবৃতিতে বলেছেন, বিশ্বের সেরা বিমানবন্দরসহ পাঁচটি ক্যাটাগরিতে ইস্তাম্বুল এয়ারপোর্ট শীর্ষে রয়েছে, এটিট আমাদের জন্য খুবই আনন্দের খবর।

বিমানবন্দরের প্রত্যেক কর্মীর কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি।
খবর আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD