October 13, 2024, 1:18 am
সৌরভ মাহমুদ হারুন : ‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখবো তাদের অধিকার, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার সকালে কুমিল্লা জেলা প্রসাশন ও জেলা কর্মসংস্থান, জন শক্তি কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী কুমিল্লা টাউন হলের মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কর্মসংস্থান কায়ালয়ের সামনে এসে সমাপ্ত হয়ে। এর পূর্বে প্রধান অতিথি কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌস বেলুন উড়িয়ে ফিতা কেটে দিবসটি শুভ সূচনা উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা কর্মসংস্থান কার্যালয়ে।
এসময় র্যালীতে অংশগ্রহণ করেন অধ্যক্ষ টিটিসি কোটবাড়ি মোঃ কামরুজ্জামান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কর্মসংস্থান ও জন শক্তি কার্যালয়ের সহকারী পরিচালক রাহেনুল ইসলাম, প্রবাসী কন্যাল ব্যাংকের উপমহা ব্যবস্থাপক মোঃ তৌফুকুল আজিজ, কুমিল্লা ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আলী হোসেন, জেলা কর্মসংস্থান ও জন শক্তি কার্যালয়ের জনশক্তি জরিপ কর্মকর্তা যথাক্রমে মোঃ তাজুল ইসলাম, মারুফ আলম ভূইয়া, মোঃ মনিরুজ্জামান,এম হারুন রশীদ খান, , ফজলুর রহমান, আব্দুল কাদির, মোস্তফা কামাল, জেলা সমন্বয়কারী সিফস প্রকল্প রামু, সিডিএ প্রকল্প কর্মকর্তা নাজমুল হাসান, ব্র্যাকের জেলা কর্মকর্তা তানভীর আহাম্মদ প্রমূখ। এসময় বিভিন্ন এনজিও , ওকাপ সহ সরকারি বেসরকারি সংস্থা সমূহের কর্মকর্তা কর্মচারী ও নানা শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।