July 27, 2024, 12:56 am

মহান বিজয় দিবসে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে শনিবার বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। দিনটির তাৎপর্য উল্লেখ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক নাছিমা খাতুন, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, শ্যাম কুমার সরকার, শামীম আলম।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে। এই মহান বিজয় আমাদের ৩০ লাখ মানুষের জীবন ও ২ লাখ মা-বোনের সম্ভ্রম হারানো মধ্যে দিয়ে অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু ডাকে সেদিন এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা। আমাদের দেশ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতধরে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। তাই আমাদের সকল শিক্ষককে মহান বিজয় অর্জনের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক শাহরিন জাহান। অনুষ্ঠানে বিজয় দিবসের কবিতা আবৃত্তি করেন সহকারী শিক্ষক আল আমিন, ফুলবর রহমান, বিজয়ের গান পরিবেশন করেন প্রভাষক আবুল বাসার, সহকারী শিক্ষক মহিমুল ইসলাম। অ্যাটেনডেন্ট সানজিদা আফরোজের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক খ.ম মাহমুদুল হাসান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD