July 27, 2024, 12:02 am

দেশের স্বাধীনতা অর্জনে সব জাতীর সমান অবদান রয়েছে- রাগেবুল আহসান রিপু এমপি

প্রেস বিজ্ঞপ্তি: ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ। এ রক্ত শুধু মুসলমানের নয়, হিন্দু মুসলমানের মিলিত রক্তে স্বাধীন হয়েছিল এদেশ। এমাটির প্রতি যেমন মুসলমানের দাবি আছে তেমনি হিন্দু জাতিরও দাবি রয়েছে। তাই আমরা ভাই ভাই হয়ে এদেশে বসবাস করবো, এটাই হবে আমাদের অঙ্গীকার।
প্রধানমন্ত্রী বরাবরই বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এদেশ বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ। এদেশে সব জাতি স্বাধীন ভাবে তাদের ধর্ম পালন করছে।
গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৮ টায় বগুড়া শহরের চেলোপাড়া বেলতলা মহাশ্মশানে ২৬ তম বাৎসরিক কালীপূজা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু উপরোক্ত কথাগুলো বলেন।

সন্ধ্যায় গীতা পাঠ,রাতে বাউল সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মহাশ্মশান মন্দির কমিটির সভাপতি রবীন কুমার সাহা সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উত্তর বাংলা সারস্বত আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ,স্পেশাল পিপি এ্যাডঃ নরেশ মুখার্জ্জী,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল, পরিমল প্রসাদ রাজ, উজ্জ্বল সরকার, শ্মশান মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার সিংহ,জাতীয় ক্রীড়াবীদ গোপাল তেওয়ারী,জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক কামরুল হুদা উজ্জল, ৬ নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ স্বপন সাহা,সাংবাদিক বিধান চন্দ্র সিংহ, সাবেক ছাত্রনেতা বিশ্বজিৎ কুমার রায়,প্রনব ঘোষ,শ্যামল ঘোষ,পলাশ দাস,বিশ্বজিৎ ঘোষ ধীমান প্রমুখ। সভা পরিচালনা করেন অমরেশ কুমার দাস।

একই দিনে রাত বারটা হতে চার পর্বে কালী পূজা অনুষ্ঠিত হয়।পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD