July 27, 2024, 3:19 am

রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সেমিনার ও দরিদ্রদের মাঝে মশারী বিতরণ

ষ্টাফ রিপোর্টার: রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সেমিনার ও দরিদ্রদের মাঝে মশারী বিতরণ রোটারীক্লাব অব বগুড়ার উদ্যোগে বুধবার বেলা ১১টায় ক্লাবের মামদুদুর রহমান হলে “ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয়”শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মতিউররহমানেরসভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনাসভায়প্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেনবগুড়াসিভিলসার্জন ডা. মোহাম্মদ শফিউলআজম।

আলোচনাসভায় বক্তব্য রাখেনআলোচনাসভার চেয়ারম্যান রোটা. সাজেদুলবারীলিখন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মামদুদুররহমানশিপন, জয়েন্ট সেক্রেটারী রোটা. শাহ্ মো. মাহমুদুররহমানজনিপ্রমুখ। আলোচনাসভায়প্রধানঅতিথি ডা. মোহাম্মদ শফিউলআজমবলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সকল স্তরেরমানুষেরসচেতন থাকাআবশ্যক। এডিসমশারউৎপত্তি স্থলগুলোবিশেষকরে ৩ দিনের বেশি কোথাও যেনজমানোপানিনা থাকে সেদিকেনজরদিতেহবে। বাড়ি, দালাননির্মাণ স্থানে, ফুলেরটবেকিংবা যেকোনো উন্মুক্ত স্থানে যেন বদ্ধ পানিজমেনা থাকে তার দিকে খেয়ালরাখতেহবে। ডেঙ্গু হলেনিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেযথাযথ চিকিৎসানিতেসংশ্লিষ্ট রোগীকে উদ্বুদ্ধ করতেহবে।

আলোচনাসভায় রোটারীক্লাব অব বগুড়ার রোটারিয়ানদেরমধ্যে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউলহাসানরানু, পিপি রোটা. তপনচক্রবর্তী, পিপি রোটা. এম এ জিন্নাহ, পিপি রোটা. আব্দুলওয়াহাবতারেক, পিপি রোটা. মোরশিদাখাতুন, পিপি রোটা. মোস্তাফিজাররহমান, রোটা. নুরুলবাসারচন্দন, রোটা. শাহীনকাদির, রোটা. রফিকুলইসলামবুলবুল, রোটা. সোহরাব হোসেন উজ্জ্বল, রোটা. রেজাউলহক, রোটা. মো. শফিকুলইসলামশফিক, রোটা. চন্দনকুমাররায়, রোটা. সানাউলহক দুলাল, রোটা. কামালইনেনুটিংকু, রোটা. মো. মনজুরকাদের, রোটা. মাহবুবসাইদীপ্রিন্স, রোটা. ইয়াসমিনহাসান, রোটা. ডা. মো. ইব্রাহিমখলিলুল্লাহ, রোটা. রোখসানাআখতার, রোটা. মো. শফিকুলইসলামবিপুল, রোটা. আবু রেজাআলমামুনপ্রমুখ। আলোচনাসভা শেষে দুইশত দরিদ্র মানুষদেরমাঝেমশারীবিতরণ করা হয়। প্রধানঅতিথি বগুড়াসিভিলসার্জন ডা. মোহাম্মদ শফিউলআজম দরিদ্রদেরমাঝেমশারীগুলোবিতরণকরেন। এরপর ডেঙ্গু সচেতনতাবৃদ্ধিতে ক্লাবেরপক্ষ থেকে লিফলেটবিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD