July 27, 2024, 2:37 am

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

যমুনা নিউজ বিডি: জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে যাত্রা শুরু করলো বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে আজ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬১ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার আশিকুর রহমান শিবলির হাফ-সেঞ্চুরিতে ৪৯ দশমিক ৩ ওভারে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন শিবলি। এছাড়া জিসান আলম ৪২ ও আরিফুল ইসলাম ২২ রান করেন। আরব আমিরাতের ধ্রুব পারাশার ৪৪ রানে ৬ উইকেট নেন।
জবাবে দুই স্পিনার মাহফুজুর রহমান রাব্বি ও পারভেজ রহমান জীবনের ঘুর্ণিতে ১৪ বল বাকী থাকতে ১৬৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন হার্ডিক পাই।
বাংলাদেশের রাব্বি ৩২ রানে ও জীবন ২৬ রানে ৪টি করে উইকেট নেন।
গ্রুপ পর্বে আগামী ১১ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ ডিসেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের যুবারা।
দশম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মোট আটটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপ রয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD