July 27, 2024, 6:27 am

বগুড়ায় পৌনে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলায় ৪ লাখ ৮৩ হাজার ১৫৮ শিশুকে ভিটামিন- এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার হাজার ও ১২ থেকে ৫৯ মাস বসসি ৪ লাখ ২৬ হাজার ৫৪১ জন শিশু রয়েছে।

এ উপলক্ষে বগুড়ার ১০৯ টি ইউনিয়নের ২৬১৬ টি অস্থায়ী গড়ে তোলা হয়েছে। স্থানীয় ক্যাম্প রয়েছে ১১ টি। এ ক্যাপসুল খাওয়ানো অনুষ্ঠানে ৫২৫৪ স্বেচ্ছাসেবী কাজ করবেন। ১২ ডিসেম্বর জেলায় এই ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।

সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট সুলতান আহমেদ, ডা: সাজাজদুল হক শাহী সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD