July 26, 2024, 11:26 pm

যুদ্ধবিরতির পর দক্ষিণ গাজায় ভয়াবহ বিমান হামলা

যমুনা নিউজ বিডি: যুদ্ধবিরতির পর দক্ষিণ গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি উঠে যাওয়ার পর খান ইউনিসের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে তারা। খবর ডয়েচে ভেলের।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার পর গাজায় মোট ৪০০-র বেশি ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ আঘাত করেছে তারা। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে৷

যুদ্ধবিমান ‘একটি মসজিদের ভিতরে ইসলামিক জিহাদের অপারেশনাল কমান্ড সেন্টারে আিঘাত হানে’ বলেও জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ।

এর আগে শুক্রবার সকালে এক সপ্তাহের যুদ্ধবিরতির ইতি টানেইসরায়েলের যুদ্ধবিমান। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হঠাৎ রকেট হামলা চালানোয় তারা ‘সন্ত্রাসীদের লক্ষ্য করে’ হামলা শুরু করেছে।

এদিকে গাজায় হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের হামলায় অন্তত ১৯৩ জন নিহত হয়েছেন। ৭ অক্টোবর থেকে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২০৭ জনে।

এর আগে ৭ অক্টোবরহামাসের সন্ত্রাসী হামলার পর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD