March 29, 2024, 9:56 am

তালের শাঁসের স্বাস্থ্য উপকারিতা

যমুনা নিউজ বিডিঃ  তাল একটি অত্যন্ত জনপ্রিয় ফল। ভাদ্র মাসে পাকা তালের বড়া একটি অত্যন্ত সুস্বাদু খাবার। কিন্তু এখন বাজারে কচি তালের শাঁস খুবই চোখে পড়ে। জানেন কী এই তালের শাঁসেই রয়েছে এমন কিছু পুষ্টিগুণ, যা শরীরে পক্ষে খুবই উপকারি। জেনে নিন তালের শাঁসের কিছু স্বাস্থ্য উপকারিতার কথা। > তালের শাঁস প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন।
> গরমের তালের শাঁসে থাকা জলীয় অংশ পানিশূন্যতা দূর করে।
> খাবারে রুচি বাড়িয়ে দিতেও সহায়ক।
> তালে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তিকে উন্নত করে।
> তালে থাকা উপকারী উপদান আপনার ত্বকের যত্ন নিতে সক্ষম।
> কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সহায়তা করে।

> কচি তালের শাঁস রক্তশূন্যতা দূরীকরণে দারুণ ভূমিকা রাখে।
> তালের শাঁসে থাকা ক্যালসিয়াম হাঁড় গঠনে দারুণ ভূমিকা রাখে।
> তালে থাকা এন্টি অক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
> তালে থাকা ভিটামিন সি ও বি কমপ্লেক্স আপনার পানি পানের তৃপ্তি বাড়িয়ে দেয়।
> তাল বমিভাব আর বিস্বাদ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD