July 27, 2024, 12:32 am

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আতা উল্লাহ নামের একজন কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা।
নিহত আতা উল্লাহ ১৯ নম্বর ক্যাম্পের এ/১ ব্লকের জালাল আহমেদের ছেলে এবং ওই ব্লকের উপনেতা (সাব-মাঝি)।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্প নিয়ন্ত্রণের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে’

শনিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আতা উল্লাহকে এ/১ ব্লক থেকে অপহরণ করে এ/৯ ব্লকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। দায়িত্বরত এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এনজিও হাসপাতালে নেয় এবং সেখান থেকে তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্প নিয়ন্ত্রণের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এদিকে ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর বলেন, ‘অজ্ঞাত পাঁচ-ছয়জন সন্ত্রাসী আতা উল্লাহকে ১৯ নং ক্যাম্পের ব্লক ৯/১ এ ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD