May 7, 2024, 7:25 pm

News Headline :
রবীন্দ্র দর্শনের প্রধান বিষয় বিশ্বমানবতাবোধ ও মানুষে মানুষে মিলন: প্রধানমন্ত্রী রাত পোহালেই বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচন বেশি জমজমাট হবে : সিইসি গাবতলীতে উপজেলা পরিষদ নির্বাচন ব্রিফিং অনুষ্ঠিত সৈয়দপুরে নকল জুস ও কোমল পানীয় তৈরির কারখানার সন্ধান বগুড়ায় ৩২ টাকা কেজি ধান ও ৪৫ কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ ভোটের একদিন আগে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত বগুড়া-নাটোর মহাসড়কে যেখানেই ট্রাক পার্কিং সেখানেই দেওয়া হচ্ছে মামলা ৭০০ বছরের পুরোনো গির্জাকে মসজিদ বানালেন এরদোয়ান টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে আগুন

সিলেট প্রতিনিধি: সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগুনে ওই ট্রেনের বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। আগুন লাগার বিষয়টি নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উপবন এক্সপ্রেসের ট্রেনটি রাত সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ট্রেনের ভেতর থেকে পেট্রোল ভর্তি দুটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে পুলিশ।

সিলেট রেলওয়ের স্টেশনের স্টেশন মাস্টার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন দেখতে পান ট্রেনের কর্মীরা। এরপর ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। বগিটির ভেতরে বেশ কয়েকটি আসন পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD