July 27, 2024, 1:00 pm

২৮ নভেম্বর থেকে বগুড়ায় টহল দিবেন ৭২ ম্যাজিস্ট্রেট

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধি লংঘনের বিষয়টি দেখতে আগামী ২৮ নভেম্বর থেকে নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা টহল দিবেন। বগুড়ার ১২ টি পৌরসভা এবং ১০৯টি ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধির বিষয়টি দেখবেন তারা।

বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানান, বগুড়ার ৭টি নির্বাচনী আসনে মোট ৭২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, দুটি ইউনিয়ন মিলে একজন এবং পৌরসভায় ১ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা টহল হিসেবে থাকবেন। কোন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD