July 27, 2024, 12:01 am

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে তিন কেজি বিস্ফোরকদ্রব্যসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাব’র অভিযানে তিন কেজি ৪২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য (গানপাওডার) ও দুইকেজি কয়লাসহ মো. ইসমাইল (২৫) নামে এক যুবক আটক হয়েছে। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে মহারাজপুর ইউনিয়নের বাগবাগীটোলা গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

আজ রোববার (১৯ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় ককটেল ও অনান্য বিস্ফোরকদ্রব্য ব্যবহার করে নাশকতাসহ নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব’র গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এমতাবস্থায় চলমান নাশকতা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য সংরক্ষণ করে রাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসমাইলের বসতবাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ইসমাইলের শোয়ার ঘরের খাটের নিচে রাখা একটি বাজারের ব্যাগে মজুদ ৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য (গানপাওডার) ও ২ কেজি কয়লা পাওয়া যায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD