July 27, 2024, 8:16 am

বাংলাদেশের তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বসতে চান পিটার হাস

যমুনা নিউজ বিডি: বাংলাদেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার (১৩ নভেম্বর) ঢাকার দেশটির দূতাবাস থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে সংলাপ বিষয়ে ৪ দফা অবস্থানের কথা তুলে ধরা হয়।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনাদের টানা অবরোধের মধ্যে এ বিবৃতি দেওয়া হলো।

তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে উল্লেখ করে দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে ৩ প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত হাস।’

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান হিসেবে৪টি বক্তব্য তুলে ধরা হয়েছে। সেগুলো হলো-

১. যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সহিংসতা পরিহার ও সংযমী হতে সব পক্ষকে আহ্বান জানায়।
২. কোনো রাজনৈতিক দলের উপরে আরেকটিকে আনুকুল্য দেখায় না যুক্তরাষ্ট্র।
৩. যুক্তরাষ্ট্র কোনো শর্ত ছাড়া সংলাপে বসতে সবপক্ষকে আহ্বান জানায়।
৪. গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করছে, তাদের উপর আমরা আমাদের থ্রি-সি ভিসা নীতি সমভাবে প্রয়োগ অব্যাহত রাখব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD