July 27, 2024, 12:23 am

সিরাজগঞ্জের মহাসড়কে অবরোধের শেষ দিনেও গাড়ি কম 

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিন সোমবার  (৬ নভেম্বর) সিরাজগঞ্জ    মহাসড়কসহ অন্যান্য রুটে অল্প সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে।  দূরপাল্লার যাত্রীবাহী বাস কদাচিৎ দেখা গেলেও অল্প সংখ্যক পণ্যবাহী পরিবহন চলাচল করছে।
জেলা ও উপজেলা শহরগুলোতে বাস না চললেও ইজিবাইকসহ ব্যাটারি ও সিএনজি চালিত অন্যান্য তিন চাকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সোমবার   (৬ নভেম্বর) সকাল থেকে হাঁটিকুমরুল  সিরাজগঞ্জ রোড  মহাসড়ক সহ জেলার অন্যান্য রুট ছিল ফাঁকা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু যানবাহন চলতে দেখা গেছে। তবে এদিনও সিরাজগঞ্জে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
এদিকে অবরোধের শেষ দিনেও মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধবিরোধী সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। তবে মাঠে দেখা যায়নি বিএনপি ও জামায়াত কর্মীদের।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় (ওসি)  এমএ ওয়াদুদ  প্রতিবেদক কে  বলেন, অবরোধ থাকায় গাড়ির সংখ্যা অনেকটাই কম। যেসব গাড়ি চলছে সেগুলোকে আমরা নিরাপত্তা দিয়ে পার করে দিচ্ছি। পুলিশ সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করছে। অবরোধের  পক্ষে কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD