July 27, 2024, 6:36 am

নরসিংদীর বাবুর হাটে পাইকারি কাপড়ের বাজার ভয়াবহ আগুন

নরসিংদি প্রতিনিধিঃ দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুর হাটে ভয়াবহ আগুন লেগেছে। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে শেখেরচরের বাবুরহাটের বণিক সমিতির অফিসসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে বেশ কয়েকটি দোকান ভস্মিভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ব্যবসায়ীদের বরাত দিয়ে ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক বলেন, ‘এলাকাটি ঘিঞ্জি। কোথা থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। আগুন ক্রমাগত বাড়ছে। একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিচ্ছে।’

ব্যবসায়ীরা বলছেন, যেখানে আগুন লেগেছে সেখানে এখন পর্যন্ত অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বাবুরহাটের কাপড় পট্টি থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD