April 25, 2024, 12:11 pm

বগুড়ায় গুদামে সাড়ে ৫ হাজার লিটার সয়াবিন, বিক্রির নির্দেশ

শেরপুর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধে চলমান অভিযান পরিচালনার সময় ৫ হাজার ৬৭৬ লিটার বোতলজাত সয়াবিন তেলের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে বোতলজাত সয়াবিনের মোড়কে লেখা দামে বিক্রির নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার সকালে ওই উপজেলার কর্মকারপাড়া এলাকায় বাজার মনিটরিং করার সময় বোতলজাত তেলের সন্ধান পান এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) সাবরিনা শারমিন।

তিনি জানান, বাজার পরিদর্শনের সময় কর্মকারপাড়া এলাকায় ‘দুই ভাই ট্রেডাসের’ গুদামে বোতলজাত তেল পাওয়া যায়। খোঁজ খবর নিয়ে জানা যায় কয়েকদিন আগে এসব বোতলজাত তেল কেনা হয়েছে।

এসি ল্যান্ড আরও জানান, আগামীকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বোতলজাত তেলের মোড়কে লেখা দামে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD