March 25, 2023, 5:02 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে আনন্দ শোভাযাত্রা করা হয়। আনন্দ শোভাযাত্রাটি মুজিব মঞ্চ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন । সংগঠনটির সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন (ভার্চুয়ালী )বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামীলীগ সাধরন সম্পাদক রাগেবুল আহসান রিপু, সেন্চ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি ম আব্দুর রজ্জাক, শাহ জালাল মুকুল,একেএম আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব প্রমূখ।