July 26, 2024, 11:48 pm

বিশ্ব পোলিও দিবসে রোটারী ক্লাব অব বগুড়ার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়া মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া শহরে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে। র‌্যালিটি বগুড়া জিলা স্কুল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দত্তবাড়িস্থ জামিল শপিং সেন্টারের রোটারী ক্লাব অব বগুড়ার অফিসে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে সকাল ১১টায় ক্লাবের মামদুদুর রহমান হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. মো. রেজাউল আলম জুয়েল এবং বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম। আলোচনা সভা ও র‌্যালীর ইভেন্ট চেয়ারম্যান ছিলেন রোটা. ডা. সুরজীৎ সরকার তিতাস এবং কো-চেয়ারম্যান ছিলেন রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পিপি রোটা. মামদুদুর রহমান শিপন, পিপি রোটা. ইঞ্জিঃ সাহাবুদ্দীন সৈকত ও আইপিপি রোটা. ডা. মুনছুর রহমান।প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. রেজাউল আলম জুয়েল বলেন, প্রথম পোলিও টিকার উদ্ভাবক জোনাস এডওয়ার্ড সলক্ এর জন্মদিনকে স্মরণ করে রোটারী ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করে থাকে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ঙহব উধু, ঙহব ঋড়পঁং: ঊহফরহম চড়ষরড়. প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে ২০১৪ সালে। বিশ্ব এখন পোলিও মুক্তের দ্বারপ্রান্তে। পোলিওকে বিশ্ব থেকে নির্মুল করা সম্ভব হলে এটি হবে গুটি বসন্তের নির্মুলের পর বিশ্বের ইতিহাসে ২য় বৃহত্তম অর্জন। আর এই অর্জনে রোটারিয়ানদের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ অতিথি বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, ইপিআই কর্মসূচীর পাশাপাশি পোলিও নির্মুলে বিশেষ ভূমিকা রাখার বাংলাদেশ ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুরষ্কৃত হয়েছে।

সভাপতির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মতিউর রহমান মানবিক কল্যাণে বিশ্বব্যাপী রোটারীর কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরেন এবং সেইসঙ্গে রোটারী ক্লাব অব বগুড়ার অত্রাঞ্চলে সেবার উপর আলোকপাত করেন। রোটারী সারা বিশ্বে মানবকল্যাণে আশার আলো জ্বালানোর কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম. এ জিন্নাহ, পিপি রোটা. আব্দুল ওয়াহাব তারেক, ক্লাব সেক্রেটারী রোটা. এম এম রুবেল তালুকদার, রোটা. নজমুল হক সোহেল, পিপি রোটা. মোরশিদা খাতুন, পিপি মো. মোস্তাফিজার রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটা. নুরুল বাসার চন্দন, রোটা. মিনারুল ইসলাম খান চৌধুরী পল্লব, সিপি রোটা. আলহাজ্ব মাহবুবর রহমান, পিপি রোটা. সুলতানা পারভীন শ্রাবণী, রোটা. শাহীন কাদির, রোটা. সেহেলী আকতার সালমা, রোটা. সামছুর রহমান তাইফ, রোটা. নবিউল ইসলাম নয়ন, রোটা. আসাদুজ্জামান শাফিক তালুকদার, রোটা. সাখাওয়াত হোসেন টমাস, রোটা. রফিকুল ইসলাম বুলবুল, রোটা. সোহরাব হোসেন উজ্জ্বল, রোটা. রেজাউল হক, রোটা. রাশেদুর রহমান হান্নান, রোটা. আবু হেনা মোস্তফা কামাল, রোটা. রফিকুল ইসলাম রফিক, রোটা. শফিউর রহমান মিলন, রোটা. এ্যাড. শফিকুল ইসলাম শফিক, রোটা. চন্দন কুমার রায়, রোটা. সানাউল হক দুলাল, রোটা. কামাল ইনেনু টিংকু, রোটা. মনজুর কাদের, রোটা. মাসুদ করিম, রোটা. রাহাত মাহমুদ, রোটা. ইয়াসমিন হাসান, রোটা. ডা. ইব্রাহিম খলিলুল্লাহ, রোটা. রোকসানা আকতার, রোটা. আখতারুল ইসলাম আখতার, রোটা. তৌহিদুল ইসলাম রাঙ্গা, রোটা. শফিকুল ইসলাম বিপুল, রোটা. তৌশিক-এ-জাহেদী রাজিত, রোটা. আবু রেজা আল মামুন, রোটা. ইউনুস হোসেন খান, রোটার‌্যাক্টর ও ইন্টার‌্যাক্টরবৃন্দ। -প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD