July 26, 2024, 11:48 pm

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সাকিব

যমুনা নিউজ বিডিঃ গেল কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচ বাড়তি উন্মেদনা তৈরি করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে আজ মাঠের লড়াইয়ের নামার আগে বাংলাদেশ রয়েছে অনেকটাই ছন্দছাড়ার ভিতরে। কেননা আসরের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জয়ে পেলেও অন্য দুটি ম্যাচ হেরেছে বড় ব্যবধানে। অপরদিকে ভারত টানা তিন জয়ে রয়েছে দূদার্ন্ত ছন্দে। তাই ভারত চাইবে তাদের চতুর্থ জয় তুলে নিয়ে লিগ তালিকায় তাদের অবস্থান মজবুত করতে। আর অন্যদিকে বাংলাদেশ চাইবে এই ম‌্যাচে জিতে তাদের বিশ্বকাপ সফরে কামব্যাক ঘটাতে। এমন অবস্থায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগারদের নয়া অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে বাড়ছে ধোঁয়াশা। শঙ্কা ছিলো আজ ভারতের বিপক্ষে খেলা হবে না টাইগার অধিনায়কের। তবে গতকাল সংবাদ সম্মেলনে টাইগারদের কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, দলপতির অবস্থা এখন পর্যন্ত ভালো। তা সত্ত্বেও তিনি টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের আগে। অবশেষ সব শঙ্কা সত্যি হলো ভারতের বিপক্ষে খেলছেন না টাইগার অলরাউন্ডার।

এদিকে অতীত পরিসংখ্যান পক্ষে নেই বাংলাদেশ দলের। ভারতের মাটিতে এখন পর্যন্ত কোনো জয়ের রেকর্ড নেই লাল সবুজদের। সব মিলিয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০বার টিম ইন্ডিয়ার মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে মাত্র ৮ ম্যাচে। অপরদিকে বিশ্বকাপেও এই দুই দলের দেখায় পিছিয়ে টাইগাররা। এ পর্যন্ত ২০০৭,২০১১,২০১৫ ও ২০১৯ বিশ্ব ক্রিকেট আসরে দেখা হয়েছে ভারত-বাংলাদেশের। যেখানে রোহিতদের ৩ জয়ের বিপরীতে সাকিবদের জয় ১টি। সেটাও দেড় দশক আগে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও জাসপ্রিত বুমরাহ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD