March 29, 2024, 2:52 pm

শ্রীলঙ্কায় গুঁড়া দুধের কেজি ২,৫৪৫ রুপি!

ষ্টাফ রিপোর্টারঃ শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যে ফের বাড়ল গুঁড়া দুধের দাম।

কোম্পানিগুলোর সিদ্ধান্তে আমদানি করা গুঁড়া দুধ ও বাচ্চাদের জন্য গুঁড়া দুধের দাম বাড়ানো হয়েছে। খবর ডেইলি মিরর ও লঙ্কাননিউজওয়েবের।

দেশটিতে এখন ৪০০ গ্রামের গুঁড়া দুধের প্যাকেটের দাম ২৩০ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ১০২০ রুপিতে।

আর এক কেজির প্যাকেটের দাম ৬০০ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ২৫৪৫ রুপিতে।

এদিকে বাচ্চাদের জন্য ৪০০ গ্রামের গুঁড়া দুধের প্যাকেটের দামও বেড়ে ১০০০ রুপি হতে পারে বলে জানা গেছে।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট তীব্র হলে দেশজুড়ে বিক্ষোভে নামে সাধারণ জনগণ। চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। এর পর ঋণে জর্জরিত অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD