July 27, 2024, 1:31 pm

রংপুরে র‌্যাবের অভিযানে ভূট্টা বোঝাই ট্রাক থেকে গাঁজাসহ গ্রেফতার-১

রংপুর প্রতিনিধিঃ মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট, সময় রাত ১০টা, ভূট্টা বোঝাই ট্রাকে তল্লাশি অভিযানকালে ১০১ কেজি গাঁজা উদ্ধার। ১ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার। মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র‍্যাব। সোমবার (১৬ অক্টোবর) সিপিএসসি র‌্যাব-১৩ রংপুর ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি রংপুর-বগুড়া মহাসড়ক দিয়ে ভূট্টা বোঝাই ট্রাকে কৌশলে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ এলাকায় রংপুর হাইওয়ে রেস্তোরার সামনে রংপুর টু বগুড়াগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ভূট্টা বোঝাই ট্রাক তল্লাশি করে পলিথীনে মোড়ানো কস্টেপ দিয়ে প্যাচানো ২৬ প্যাকেটে রক্ষিত ১০১ কেজি গাঁজা উদ্ধারসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র‍্যাব।গ্রেফতারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার সদর থানাধীন চৌকিদার পাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মোঃ মোঃ ফরহাদ ইসলাম (২৬)। উল্লেখ্য যে, উক্ত মাদক কারবারি পূর্বেও এ ধরনের মাদক চোরা চালানের সাথে সম্পৃক্ত ছিল। উক্ত মাদক চোরাচালানের মূল উদ্ঘাটনে র‍্যাবের ছায়া তদন্ত চলমান রয়েছে। র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে যে, দীর্ঘদিন যাবৎ বগুড়াসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ মাদক সরবরাহ করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD