July 27, 2024, 3:33 am

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত

নির্দলীয় তদারকী সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু, সাইবার নিরাপত্তা আইনসহ সকল নির্বতনমূলক আইন বাতিল, বই-খাতা কলমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসাবে বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ ১২অক্টোবর’২০২৩ বেলা: ১২:০০ টায় সাতমাথায় মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সদস্য অর্ক মৈত্র, বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারী আজিজুল হক  কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতু, জেলা সদস্য লক্ষণ বর্মণ, তূয্য হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন আসন্ন, কিন্তু এখনো নির্বাচনের কোনো পরিবেশ এখনো নিশ্চিত তো করতে পারেই নাই বরং আবারো গায়ের জোরে নির্বাচনের চেষ্টা করছে। সরকার আমলা-পুলিশ, পেটোয়া বাহিনী দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র করছে। সরকারের এই স্বৈরতান্ত্রিক শাসনের প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজ করছে, সন্ত্রাস-দখলদারিত্বের কারণে শিক্ষার পরিবেশ নাই, শিক্ষার্থীদের হলে থাকতে হলে ছাত্র লীগের অনুগত হয়ে থাকতে হয়। ক্যাম্পাসে কোনো গণতান্ত্রিক পরিবেশ নাই, ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ থাকছে না। ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিলের দাবি যখন করা হলো তখন তারা তা পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন পাস করে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার কালাকানুন চালু রেখেছে। শিক্ষা উপকরণসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বি, মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে। তাই নেতৃবৃন্দ নির্দলীয় তদারকী সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু, সাইবার নিরাপত্তা আইনসহ সকল নির্বতনমূলক আইন বাতিল, বই-খাতা কলমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। -খবর বিজ্ঞপ্তী

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD