April 26, 2024, 4:20 am

১০ কোটি বছরের পুরোনো ডাইনোসরের জীবাশ্ম বিক্রি ১২ মিলিয়ন ডলারে

যমুনা নিউজ বিডিঃ  ‘হেক্টর’ নামে ডাইনোসরের জীবাশ্ম ক্রিস্টি’র-এ নিলামে ৪ থেকে ৬ মিলিয়নে বিক্রি হবে বলে আশা করা হলেও তা ১২.৪ মিলিয়নে বিক্রি হয়েছে। সিএনএন

ক্রিস্টির মতে, হেক্টর হল ডিনোনিকাস অ্যান্টিরোপাসের সবচেয়ে সম্পূর্ণ কঙ্কাল। ২০১৩ সালে মন্টানায় খনন করা নমুনাটি ক্রিটেসিয়াস যুগের প্রথম দিকের: ১১৫ থেকে ১০৮ মিলিয়ন বছর আগে। জুরাসিক পার্কে অসংখ্য দর্শককে এটি একটি ‘উল্লেখযোগ্য সংরক্ষণের অবস্থায়’, অসংখ্য দর্শককে বিমোহিত করেছে। একটি ফ্রেমে ১২৬টি টুকরো জোড়া দিয়ে জীবাশ্ম গেঁথে রাখা হয়েছিল। ৯-ফুট লম্বা জীবাশ্মটি পাওয়া যায় পশ্চিম উত্তর যুক্তরাষ্ট্রের সুইস আল্পসে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD